শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

২২ গজেই শেষ টাইগারদের বিশ্বকাপ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
এই পরাজয়ে গাণিতিক সমীকরণেও এখন আর সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশের তবে উজ্জ্বল সম্ভাবনা দক্ষিণ আফ্রিকার। একই সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল শ্রীলঙ্কাও। চার ম্যাচে শ্রীলঙ্কার জয় একটি, বাংলাদেশের একটিও নয়।

৮৪ রানের সম্বল নিয়ে খুব একটা লড়াই করতে পারেনি বাংলাদেশ। শুরুতে তাসকিন আহমেদ একটু চাপে ফেলে দিয়েছিলেন প্রোটিয়াদের। তবে সে চাপ সামলে নিয়েছে তারা। মেহেদী হাসানকে মারা ডেভিড মিলারের চারে ৩৯ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় নিশ্চিত করেছে তারা। সেমিফাইনালের পথেও তারা পেয়েছে গুরুত্বপূর্ণ জয়। অবশেষে খাতা-কলমেও বিশ্বকাপ থেকেও বিদায় নিয়েছে বাংলাদেশ। ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য এখন শুধুই আনুষ্ঠানিকতার।

শেষদিকে সুযোগ নিতে চেয়েছেন বাভুমা ও ফন ডার ডুসেন। দুজনই নাসুমকে মেরেছেন একটি করে চার। ওভারের শেষ বলে জয় থেকে ৫ রান দূরত্বে থাকার সময় নাসুমকে ছয় মারতে গিয়েছিলেন ফন ডার ডুসেন। মিড-অনে ফিল্ডারও ছিলেন বৃত্তের ভেতরেই। তবে বাউন্ডারির দিকে পেছন দিকে ছুটতে থাকা শরীফুল নিয়েছেন দুর্দান্ত এক ক্যাচ। টুর্নামেন্টজুড়েই ক্যাচ মিস ভুগিয়েছে বাংলাদেশকে, শরীফুল করলেন ব্যতিক্রমী কিছু। হাইলাইটস প্যাকেজে নিশ্চিতভাবেই থাকবে সেটা, বলা যায়সবুজাভ উইকেটে তাসকিনের দ্বিতীয় শিকার

তাসকিন আহমেদের অফস্টাম্পের বাইরে সিম মুভমেন্ট। ব্যাট এগিয়ে ভুল করলেন এইডেন মার্করাম। একমাত্র স্লিপে থাকা মোহাম্মদ নাঈম নিয়েছেন ভালো একটা ক্যাচ। ৪ বল খেলে শূন্যতেই ফিরেছেন মার্করাম।

তাসকিনের পর মেহেদীর আঘাত

প্রথম ৪ ওভারে ২০ রান ওঠার পর মেহেদী হাসানের ওপর চড়াও হয়েছিলেন কুইন্টন ডি কক। এ অফ স্পিনারকে টানা দুই চার মেরেছেন তিনি। তবে বোল্ড হয়েছেন এরপর। স্কিড করা ডেলিভারি মিস করে গেছেন এ উইকেটকিপার-ব্যাটসম্যান।

টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ গতির বোলার তাসকিন প্রথম ওভারের শেষ বলে ৬ রানে হেনড্রিকসক ফেরান।।কাগিসো রাবাদার জোড়া উইকেটে শুরু, আনরিখ নর্কিয়ার জোড়া উইকেটে শেষ।

মেহেদী হাসান ফিরতি ক্যাচ দেওয়ার পর নাসুম আহমেদ হয়েছেন হিট-উইকেট। বাংলাদেশ গুটিয়ে গেছে ৮৪ রানেই। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৭০ রানের স্কোর পেরোতে পেরেছে বাংলাদেশ, এমন দিনে হয়তো সান্ত্বনা সেটাই।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে রাবাদার গতির তোপে পড়েছিল বাংলাদেশ। এরপর তাব্রেইজ শামসির ঘূর্ণি সামলাতে পারেনি তারা। নর্কিয়াও হাজির হয়েছেন গতি নিয়ে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ