শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

ঘনকুয়াশার কারণে টানা দশ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে ফেরি পারের অপেক্ষায় আটকে পড়ে সহস্রাধিক যান। ভোগান্তিতে পড়েন বহু মানুষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া মাঝপদ্মায় দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয়েছিল।’ ফেরি সেক্টরের এই কর্মকর্তা আরো জানান, কুয়াশার তীব্রতা এতটাই বেশি ছিল যে কাছের বস্তুটিও দেখা যাচ্ছিল না। এ জন্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় পরিবহন বাস, ব্যক্তিগত ছোট গাড়ি এবং সাধারণ পণ্যবাহী ট্রাক মিলে প্রায় সহস্রাধিক যানবাহন ফেরি আটকে পড়ে।

এদিকে, আরিচা-কাজিরহাট নৌ রুটেও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ