শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

স্টেশন ছেড়ে কয়েক গজ গিয়ে দু’ভাগ হলো ট্রেন

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

সিলেট থেকে ঢাকার উদ্দেশে ১৫টি বগি নিয়ে যাত্রা করে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। তারপর ট্রেনটি যাত্রাবিরতি দেয় হবিগঞ্জ মনতলা স্টেশনে। বিরতি শেষে কয়েক মিনিটে পুনরায় যাত্রা শুরু করে ট্রেনটি। স্টেশন ছেড়ে কয়েক গজ যেতেই ট্রেনের মাঝখানে বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তারপর আশপাশের লোকজন চিৎকার করে চালকের দৃষ্টি কাড়েন। পরে চালক ট্রেনটি থামান। আজ সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আজ সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মো. জাহিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মনতলা স্টেশনে যাত্রা বিরতির পর চলতে শুরু করলে হঠাৎ ১১ নম্বর বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি ২ ভাগে বিভক্ত হয়ে পড়ে। আখাউড়া রেলওয়ে প্রকৌশল বিভাগ থেকে কর্মকর্তারা এসেছেন। সমস্যার সমাধানের চেষ্টা চলছে। ট্রেনের যাত্রীরা বলেন, আমরা প্রথমে বুঝতে পারিনি। পরে দেখি আশপাশের লোকজন চিৎকার করছেন। জানালা দিয়ে দেখি ট্রেনটি দুই ভাগ হয়ে গেছে। আর কিছু বগি নিয়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে। ভাগ্য ভালো স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে।

বদরগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল : দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

এদিকে রংপুর বদরগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার দুই ঘণ্টা পর পার্বতীপুর-রংপুর-কাউনিয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

দোলনচাঁপা এক্সপ্রেস। ছবি: সংগৃহীত

সোমবার (০৬ ডিসেম্বর) সকাল ৭টা ৫২ মিনিটে উপজেলার পাকার মাথা সেতুর কাছে এ ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে।বদরগঞ্জ রেলস্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫০ মিনিটে বদরগঞ্জ রেলস্টেশন অতিক্রম করে। এর কিছুক্ষণ পরেই পাকার মাথা সেতু এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে ট্রেনটির। এতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুরের শ্যামপুর স্টেশনে ও লালমনিরহাট থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দিনাজপুর কমিউটার ট্রেনটি রংপুর স্টেশনে আটকা পড়ে। পরে বিকল ইঞ্জিনসহ দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ১০টার দিকে লাইন থেকে সরিয়ে নেওয়া হলে পার্বতীপুর-রংপুর-কাউনিয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ