শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

স্কুল-কলেজে অভিভাবকদের ভিড় না করার আহবান গণশিক্ষা প্রতিমন্ত্রীর

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
প্রায় দেড় বছর পর খুললো স্কুল-কলেজ। তবে এখনও রয়ে গেছে করোনা সংক্রমণের শঙ্কা। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখেই পাঠদানে অংশ নেয় শিক্ষার্থীরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে অভিভাবকদের বড় ধরনের জটলা দেখা গেছে। তাই বাইরে বা প্রধান গেট সংলগ্ন স্থানে অভিভাবকদের অযথা জটলা না করার অনুরোধ জানিয়েছেন প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

রোববার (১২ সেপ্টেম্বর) মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অনেকদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা আনন্দিত। তারা শারীরিক দূরত্ব বজায় রেখে পাঠদানে অংশ নিয়েছে। নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছে, মাস্ক পড়েছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষও তাদের হ্যান্ড থার্মাল দিয়ে তাপমাত্রা মেপে দেখছেন। মনে হচ্ছে সেই পুরোনো পরিবেশ ফিরে এসেছে।
তিনি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। আমাদের মনিটরিং টিম কাজ করছে। তাছাড়া শিক্ষার্থীদের কাউন্সিলিং করা হচ্ছে নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কারের জন্য। তবে করোনা পরিস্থিতি এখনো সম্পূর্ণ শেষ হয়ে যায়নি তাই অভিভাবকদের বলবো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অযথা ভিড় করবেন না। শিক্ষার্থীরা যেমন শারীরিক দূরুত্ব মানছেন আপনারাও সেটা মেনে চলুন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ