শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সোহেলের এমপি পদের বৈধতা চ্যালেঞ্চ করে রিট

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
শিক্ষাগত যোগ্যতার গড়মিলের অভিযোগ এনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোহাম্মদ হাসান ইমাম সোহেলের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিাচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

স্থানীয় আওয়ামী লীগের নেতা মোখলেসুর রহমান এ রিট আবেদন দায়ের করেছেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। হলফনমায় শিক্ষাগত যোগ্যতায় গরমিল আছে উল্লেখ করে ২৫ জুলাই স্পিকার বরাবরে চিঠি দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় বাসিন্দা ও আওয়ামীলীগ নেতা মোখলেসুর রহমান এমপি হাসান সোহেলের শিক্ষাগত যোগ্যতা গড়মিল আছে উল্লেখ করে ২৫ জুলাই জাতীয় সংসদের স্পীকার বরাবর চিঠি দেন। বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ করেছেন। কিন্তু সেটি না হওয়ায় তিনি ওই চিঠি নিষ্পত্তিতে হাইকোর্টে রিট আবেদন করেছেন। রিট আবেদনে নির্বাচনি হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে হাসান ইমাম সোহেলের সংসদ সদস্য পদ বাতিল চাওয়া হয়েছে।

এদিকে রিট আবেদনকারী মোখলেসুর রহমানের পক্ষে আইনজী মো. বোরহান খান এ রিট আবেদন দায়ের করেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ