শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সেফুদা’র মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে সেফুদা নামে পরিচিত প্রবাসী বাঙালি সেফাতউল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন আগামী ৪ জুলাই নতুন তারিখ নির্ধারণ করে আদেশ দেন। এদিন এ মামলার সাক্ষ্যগ্রহণে তারিখ নির্ধারিত ছিল।

আদালত সূত্র জানিয়েছে, সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। গত বছরের ২৩ নভেম্বর বিচারিক আদালত এই মামলার অভিযোগ গঠন করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৩ এপ্রিল ঢাকা বারের আইনজীবী আলীম আল রাজী (জীবন) বাদী হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় সেফাতউল্লার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। একই বছরের ৩০ সেপ্টেম্বর একই আদালত সেফাতউল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন। ওই বছরের ১০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক পার্থ প্রতিম ব্রহ্মচারী আসামি সেফাতউল্লাহর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন জমা দেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ