নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সুনামগঞ্জ পৌর শহরের কাছে সুরমা নদীর পানির উচ্চতা ছিল ৭ দশমিক ৭৫ সেন্টিমিটার। পানি বাড়ছে। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জে ১৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগের দিন বৃষ্টি হয়েছিল ১৯৫ মিলিমিটার। চেরাপুঞ্জিতে গতকাল বৃষ্টি হয়েছে ৯৫ মিলিমিটার। সুনামগঞ্জ শহরের কাছে সুরমা নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও ছাতক উপজেলা শহরের কাছে সুরমা নদীর পানি বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপরে। জেলার অন্যান্য নদ-নদীর পানিও আবার বৃদ্ধি পাচ্ছে।
সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা সাজিদুর রহমান জানান, বন্যার পানি কমায় চার দিন আগে বাড়ি ফিরেছিলেন। আজ সকালে আবার ঘরে পানি ঢুকেছে। পানি আরও বাড়লে আবার ঘর ছাড়তে হবে।
শহরের কাজীর পয়েন্ট এলাকার ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, সকালে দোকান খুলতে এসে দেখেন আবার বন্যার পানি চলে এসেছে। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পরিস্থিতি কী হয়, এই নিয়ে চিন্তায় আছেন।
পানি বাড়ছে গ্রামাঞ্চলেও। সদর উপজেলার বিরামপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ বলেন, একরাতেই অন্তত দেড় ফুট পানি বেড়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি তো থামছেই না। বৃষ্টি না থামলে তো পানি বাড়তেই থাকবে।
দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আন্ধাইরগাঁও গ্রামের বাসিন্দা সাব্বির আকন্দ আজ সকালে মুঠোফোনে জানান, উপজেলার চিলাই, খাসিয়ামারা ও চেলা নদীতে আবার বেড়েছে। দুই দিন ধরে পাহাড়ি ঢল নামছে। এতে নতুন করে আবার রাস্তাঘাট প্লাবিত হচ্ছে। মানুষ আতঙ্কে আছে। পাহাড়ি ঢলে বোগলাবাজারের সীমান্তহাটে যাওয়ার খ্রিস্টানপাড়া এলাকার সেতুর দুই পাশের সংযোগ সড়ক ঢলের পানির তোড়ে ভেঙে গেছে।
সুনামগঞ্জে মাঝখানে বন্যার পরিস্থিতির উন্নতি হলেও এখনো জেলার বিভিন্ন উপজেলার রাস্তাঘাট, বাড়িঘরে পানি আছে। মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে আছে। অনেকেই ফিরেছে, আবার যাদের বাড়িঘর ব্যাপক ক্ষতি হয়েছে, তারা ফিরতে পারছে না।
এখনো জেলার জগন্নাথপুর, তাহিরপুর, জামালগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় মানুষ পানিবন্দী আছে। এসব উপজেলার নিচু এলাকায় বাড়িঘর, রাস্তাঘাটে আছে বন্যার পানি। জেলা ও উপজেলার মূল সড়কগুলো ভেসে উঠলেও ইউনিয়ন ও গ্রামীণ সড়ক এখনো পানিতে প্লাবিত।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বৃষ্টি হওয়ায় পানি কিছুটা বেড়েছে। বৃষ্টি থামলে এই পানি আবার নেমে যাবে। সরকারের পক্ষ থেকে আমরা বন্যার্ত ব্যক্তিদের পাশে আছি।’ সূত্র: প্রথম আলো