শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সুগন্ধা ট্রাজেডি ঢাকায় ভর্তি সবার শ্বাসনালি পুড়েছে: সামন্তলাল সেন

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ যেসব রোগী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন তাদের সবার শ্বাসনালী পুড়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

তিনি বলেছেন, অগ্নিকাণ্ডের ওই ঘটনায় ২১ জনকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে আনা হয়। তাদের মধ্যে শুক্রবার (২৪ ডিসেম্বর) একজন মারা যান। চিকিৎসা নিয়ে ফিরে গেছেন চারজন। একজনকে ক্যাজুলিটি বিভাগে স্থানান্তর করা হয়েছে। ফলে বর্তমানে ১৫ জন সেখানে চিকিৎসাধীন।

দগ্ধদের চিকিৎসা বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেন এই চিকিৎসক।

সামন্তলাল সেন বলেন, ১৫ জন রোগীর মধ্যে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। একজন রয়েছে পিএইচডিওতে। ভর্তি হওয়া প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। আইসিইউতে থাকা একজনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। অন্যরা ৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছেন। দগ্ধ হয়ে বরিশালে শেরে বাংলা মেডিকেলে কলেজের চিকিৎসাধীনদের ব্যাপারেও কথা বলেন সামন্তলাল সেন। তিনি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া আরও ৩২ জন রোগী বরিশালে হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে তিনজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তাদের সেখানেই রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

বার্ন ইনস্টিটিউটে ভর্তিদের মধ্যে কতজন শঙ্কামুক্ত, এমন প্রশ্নের জবাবে ডা. সামন্তলাল বলেন, ‘পুড়ে যাওয়া রোগীদের অবস্থা নিশ্চিত করে বলা যায় না। তারা শঙ্কামুক্ত কি না, তা এত দ্রুত বলা সম্ভব নয়। চিকিৎসা চলছে।’

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকে। নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন অনেকে। তাদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ