শুক্রবার | ১৮ অক্টোবর ২০২৪
Cambrian

সাংবাদিক বি. জামানকে হুমকির ঘটনায় ডিআরইউ’র নিন্দা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

মোহনা টিভির যুগ্ম বার্তা সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য মোঃ বদিউজ্জামানকে (বি. জামান) হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ডিআরইউ। হুমকির ঘটনায় রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং-১৩৫০) সাংবাদিক বদিউজ্জামান।

গতকাল এক বিবৃতিতে ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আইনশৃঙ্খলাবাহিনীকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।

মোহনা টিভির যুগ্ম বার্তা সম্পাদক। ছবি : সংগৃহীত

জিডিতে মো. বদিউজ্জামান উল্লেখ করেন, গত ১৬ জুলাই বেলা ১টার দিকে মিরপুর কলেজের সামনে ফুলগাছের দোকানের সামনে এলে কতিপয় অপরিচিত যুবক আমায় এক পাশে ডেকে নিয়ে বলে, আপনি বুঝে শুনে সংবাদ প্রচার করবেন। তা না হলে বড় ধরণের সমস্যায় পড়ে যাবেন। এই বলে তারা আমার চোখের দিকে আঙ্গুল তুলে চলে যায়।

বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, একজন পেশাদার সাংবাদিককে এমন হুমকি প্রদান মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ