শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সন্ত্রাসীর হামলায় নষ্ট হয়ে গেছে গর্ভের সন্তান, বিচারের আশায় ঘুরছে মা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের পাইকপাড়া আনসারক্যাম্প এলাকায় সন্ত্রাসীদের হামলায় মাতৃগর্ভেই শেষ হয়ে গেছে এক অনাগত নবজাতক। পৃথিবীর আলো দেখার আগেই ভ্রূন অবস্থায় পৃথিবীর নিষ্ঠুরতা কেড়ে নিলো তাকে।

রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নসিবা নুহেরী ফাতেমা নামে এক নারী নিজের বাবা, সৎ মা ও এক উপসচিবসহ তাদের সহযোগিদের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন। ওই নারী বলেন, তার বসত বাড়ি ওই উপসচিবকে দখল করে দিতেই এই হামলা করা হয়।

সংবাদ সম্মেলনে নসিবা নুহেরী ফাতেমার ভাই আবদুল্লাহ আল রেজা, ভাবি সাউদিয়া ও ভাতিজি আয়েশা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ফাতেমা বলেন, গত ২৪ মার্চ রাতে ৫৬/৭ পাইকপাড়া আনসার ক্যাম্পের নিজেদের বাড়ি ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ পিস্তল, চাপাতি, রড নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এসময় তিনি অন্তসত্ত্বা ছিলেন। হামলাকারীদের একজন তার পেটে লাথি মারলে তিনি অসুস্থ হয়ে পড়েন। অন্য সন্ত্রাসীরা তার ভাই, ভাবি ও ভাতিজিসহ পরিবারের অন্য সদস্যদের বেধড়ক মারধর করে। পরে ফাতেমাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান, তার গর্বে থাকা শিশু (ভ্রূন) নষ্ট হয়ে গেছে। এ সময় প্রতিবেশীরা জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে কয়েক হামলাকারীকে আটক করতে সক্ষম হয়। কিন্তু পরে পুলিশ তাদের ছেড়ে দেয়। এই ব্যপারে মামলা করতে গেলে মিরপুর মডেল থানা পুলিশ তাদের মামলা গ্রহন না করে একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, পুলিশ অপরাধীদের পক্ষে কাজ করছে। তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রকৃত হামলাকারী ও মদদদাতাদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ