নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের বড় উত্থানে আবারও চার রেকর্ড হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসইর তিন সূচক ও বাজার মূলধনে আজ বৃহস্পতিবার এ রেকর্ড হয়েছে। ডিএসইর ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।
দিন শেষে আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৬২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা বেশি।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৭৬ পয়েন্ট বা ১ শতাংশের বেশি বেড়েছে। তাতে দিন শেষে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে।
তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি এই দিন ৩০ পয়েন্ট বা সোয়া ১ শতাংশ বেড়েছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি এ দুই সূচক চালু হয়েছিল। চালু হওয়ার প্রায় সাড়ে আট বছর পর এসে সূচক দুটি বর্তমানে সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে।
ডিএসইর বাজার মূলধন আজ এক দিনেই ৩ হাজার ১৪৯ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৮৬৯ কোটি টাকায়।
ডিএসইর অপর সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস আজ এক দিনে ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৯ পয়েন্টে। ২০১৪ সালের ২০ জানুয়ারি ডিএসইএস সূচকটি চালু হয়েছিল।
চালু হওয়ার প্রায় সাড়ে সাত বছর পর এসে সূচকটিও রেকর্ড উচ্চতায় অবস্থান করছে। সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের টানা উত্থানে এ তিন সূচকই আগের রেকর্ড ছাড়িয়েছে আরও আগে। ফলে এখন প্রতিদিন এ তিন সূচক বৃদ্ধি মানেই প্রতিদিনই রেকর্ড।