শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শিশুটিকে ঘাড় মটকে বস্তায় ভরলো কারা?

spot_img
spot_img
spot_img

আবু হেনা রাসেল
কি অপরাধ ছিল ২২ মাস বয়সী ছোট্ট শিশু অন্যন্যা দেব’র ? এমন কিইবা সে করেছিল! কে তাকে নির্মমভাবে হত্যা করলো? শিশুটির ঘাড় মটকে বস্তায় ভরে কে রাখলো তারই বাড়ির টিউবওয়েলের পাশে?

কিশোরগঞ্জের ইটনায় ২২ মাস বয়সী ওই শিশুর বস্তাবন্দি মরদেহ পাওয়ার পর এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের কথায় কথায়, চায়ের দোকানের আলোচনায়ও।

তবে এসব প্রশ্নের উত্তর জানা নেই কারো। খোদ পুলিশও এখন জানতে পারেনি এই হত্যাকান্ডের রহস্য। এঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে। শিশুটির বাবা-মা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ইটনা উপজেলার বেতেগা গ্রাম। শান্তনা দিতে এসে বার বার মূর্ছা যাচ্ছেন গ্রামবাসীরা। ঘরে জ্বলছে না চুলো।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ক্র্যাবনিউজকে বলেন, গত শনিবার দুপুরে বাবা-মার সাথে খাওয়া-দাওয়া করছিল এক বছর ১০ মাস বয়সী শিশু দেব। এক সময় শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর মা বের হয়ে শিশুটিকে ডাকা শুরু করে। কোন সাড়া না পেয়ে খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যায়নি। বিকেল গড়িয়ে সন্ধ্যা, এরপর রাত। তাও মিলেনি শিশুটির কোন খোজ। পরের দিন রোববার পাওয়া গেলো শিশুটির মরদেহ বাড়ি সংলগ্ন টিউবওয়েল পাড়ে। বস্তার মধ্যে।

ওসি আরো জানান, কে বা কারা শিশুটিকে নির্মমভাবে হত্যার পর লাশ সেখানে ফেলে যায়, তা জানার চেষ্টা চলছে।

নিহত শিশুর বাবার নাম ভবতোষ দেব। তিনি দিনমজুর। দুই ভাইয়ের মধ্যে নিহত দেব ছোট।

রোববার (১৪ নভেম্বর) সকা‌লে উপ‌জেলা সদরের বেতেগা গ্রাম থেকে শিশু‌টির মর‌দেহ উদ্ধার করা হয়।

পু‌লিশ জানায়, ‘শ‌নিবার দুপু‌রে বা‌ড়ির উঠাানে খেলা করার সময় রহস্যজনকভা‌বে নি‌খোঁজ হয় শিশু‌টি। রোববার সকা‌লে বা‌ড়ির পা‌শে এক‌টি টিউবও‌য়ে‌লের কাছে সিমেন্টের বস্তায় মোড়া‌নো অবস্থায় মরদেহ দে‌খে পু‌লি‌শে খবর দেয় স্থানীয়রা। পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে শিশু‌টির মর‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদন্তের জন্য কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।’‘শিশু‌টি‌কে হত্যার পর মরদেহ ফে‌লে রাখা হয় ব‌লে ধারণা পু‌লি‌শের। শিশু‌টির ঘাড় মটকানো। হত্যার স‌ঠিক কারণ জানা যায়‌নি।’

এ ঘটনায় থানায় হত্যা মামলা দাায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পু‌লিশ। এ ঘটনা তদন্তে মাঠে কাজ করছে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দারাও।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ