শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুঃ ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

ময়লার গাড়িচাপায় নটরডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসান-এর মৃত্যুর ঘটনায় আপাতত তার পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে রোববার (২৮ নভেম্বর) ‘জন অধিকার ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের নির্বাহী পরিচালক ও ঢাকা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী পারভীন আক্তার-এর পক্ষে রিট করেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক।

সোমবার (২৯ নভেম্বর) মনোজ কুমার ভৌমিক রিট আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। রিটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, বিআরটিএ চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাব্যবস্থাপককে (যানবাহন) বিবাদী করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন ৫০ লাখ টাকা ছাড়াও নাঈম-এর পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয় রিটে। রিট আবেদনটি হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান-এর সমন্বয়ে গঠিত বেঞ্চের আজকের কার্যতালিকায় রয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ