শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শিক্ষার্থীদের টিকাদান শুরু ২০ দিনের মধ্যে : স্বাস্থ্যমন্ত্রী

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্কুলগামী ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক আগামী সপ্তাহেই শিশুদের টিকা দেয়ার বিভিন্ন কার্যক্রম শুরু করা হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার কার্যালয় প্রাঙ্গণে পৌরসভার উন্নয়নমূলক কাজের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যেহেতু স্কুল-কলেজ খুলে দেয়া হয়েছে। কাজেই আমাদের শিশুদের নিরাপদ রাখতে তাদেরও টিকার আওতায় আনতে হবে। শিশুদের উপযোগী আমেরিকার তৈরি ফাইজারের টিকা তাদের দেয়া হবে। সে অনুযায়ী টিকা আনার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মতবিনিময় সভায় পৌর মেয়র মো: রমজান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার গোলাম মো: আজাদ খান, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীন, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল বক্তব্য রাখেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ