শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রূপগঞ্জ ট্রাজেডি : সর্বশেষ যা জানা গেলো

spot_img
spot_img
spot_img

●তিন লাশের স্বজন শনাক্ত হয়নি       ●পাঁচ লাশের ডিএনএ নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানার ধ্বংসাবশেষ থেকে সর্বশেষ উদ্ধার হওয়া দেহাবশেষ কাদের, তা শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যােগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে চার জনের দেহাবশেষ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে মামলার তদন্ত কর্তৃপক্ষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অন্যদিকে সেখান থেকে উদ্ধার হওয়া আরও একজনের দেহাবশেষ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্প্রতি ওই কারখানার পুড়ে যাওয়া অংশে পাওয়া এসব মৃতদেহের অংশগুলো কার বা কাদের তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার উদ্যোগের অংশ হিসেবে এগুলো মর্গে পাঠানো হয়।
পঁচা-গলিত লাশ বহনে ব্যবহৃত চারটি ব্যাগে এসব দেহাবশেষ মর্গে দিয়ে যায় পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মাকসুদ জানান, বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ওইসব হাড়গোড় থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন তারা।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নারায়ণগঞ্জ জেলার পরিদর্শক মোঃ আতাউর রহমান বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাসেম ফুডস’র আগুনের ঘটনায় সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর দুপুরে চার মরদেহের হাড়গোড় উদ্ধার করা হয়। সেগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এরপর গত ৯ সেপ্টেম্বর আরও একজনের মরদেহের হাড়গোড় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন সেখানেও ফরেনসিক কার্যক্রম শেষ হয়েছে।

মর্গ সুত্রে জানা গেছে, ফরেনসিক কার্যক্রম শেষে মরদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। এর আগে পরিচয় না পাওয়া তিনটি মরদেহ রয়েছে। এ নিয়ে রূপগঞ্জ ট্রাজেডিতে সাতটি মরদেহ এখন ঢামেক মর্গে রয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ