শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কনক সরোয়ারের বোন গ্রেপ্তার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ডিজিটাল প্ল্যাটফরমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে লন্ডনে থাকা সাংবাদিক কনক সরোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। কনক সরোয়ার বিদেশে রয়েছেন। সেখানে বসে তিনি ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী বক্তব্য প্রচার করছেন।

রাজধানীর উত্তরা এলাকা থেকে সোমবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকার কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়। যাতে রাষ্ট্রবিরোধী কন্টেন্ট (লেখা, ছবি ইত্যাদি) পাওয়া গেছে। এছাড়া তার কাছ থেকে আইস উদ্ধার করা হয়।

নুসরাত শাহরিন রাকা

তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার রাকা রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সম্পর্কে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানীকর তথ্য ছাড়াও বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। চক্রের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচারে যুক্ত রয়েছেন। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে তারা অপপ্রচারণা চালিয়েছেন।

র‌্যাব আরও জানায়, বিদেশে অবস্থানরত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারকারীদের মধ্যে অন্যতম, দেশদ্রোহী কনক সারোয়ার সম্পর্কে গ্রেফতারকৃতের সহোদর। এহেন রাষ্ট্রবিরোধী কার্যক্রমে গ্রেফতারকৃত এবং তার সমমনরা বিদেশে অবস্থানরত তার সহোদরসহ অন্যান্যদের বিভিন্নরকম সহযোগীতা করছেন বলে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয় র‌্যাবের ওই বিজ্ঞপ্তিতে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ