শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রংয়ের ছোঁয়া কার না মন মাতায়

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ধূসর জগতে রংয়ের ছোঁয়া কার না মন মাতায়? স্পেনের এক স্ট্রিট আর্টিস্ট দেশ-বিদেশে একাধিক ভবনকে নিজের সৃষ্টির মোড়কে পরিবেশন করে আশাবাদ ও মুক্তি জাগিয়ে তোলার উদ্যোগ নিচ্ছেন৷ জগতকে রংয়ে ডুবিয়ে দেওয়াই ওকুদা সান মিগেলেটির উদ্দেশ্য৷ তিনি ধূসর জগতকে রঙিন পরিবেশে রূপান্তরিত করতে ভালোবাসেন৷ ওকুদা এবার স্পেনের উত্তরের উপকূলের একটি স্মারক বেছে নিয়েছেন৷ বিলবাও শহরের কাছে ‘কাবো দে আখো’ নামের লাইটহাউসে রংয়ের ছোঁয়া দিতে চান তিনি৷

প্রায় একশো বছর ধরে ৭০ মিটারেরও বেশি উঁচু এই লাইটহাউস মাথা উঁচু করে রয়েছে৷ ওকুদা বলেন, ‘‘আমার কাছে এই প্রকল্পের বিশেষ গুরুত্ব রয়েছে৷ কারণ প্রথমত আমার নিজের দেশে সেটি ঘটছে৷ দ্বিতীয়ত আমি প্রথম বার কোনো লাইটহাউস রং করছি৷ তাছাড়া আমি এখানে জন্মেছি বলে সমুদ্র আমার রক্তের মধ্যে রয়েছে৷’’

ধবধবে সাদা ভবনটিকে রংয়ের রংমশালে রূপান্তরিত করতে ওকুদা সান মিগেল ও তার টিম ৭২টি বিভিন্ন রং বেছে নিয়েছেন৷ রঙিন জ্যামিতিক ফর্ম বা আকার তাঁর কাজের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে৷ প্রায় একশো বছর ধরে ৭০ মিটারেরও বেশি উঁচু এই লাইটহাউস মাথা উঁচু করে রয়েছে৷ ওকুদা বলেন, ‘‘আমার কাছে এই প্রকল্পের বিশেষ গুরুত্ব রয়েছে৷ কারণ প্রথমত আমার নিজের দেশে সেটি ঘটছে৷ দ্বিতীয়ত আমি প্রথম বার কোনো লাইটহাউস রং করছি৷ তাছাড়া আমি এখানে জন্মেছি বলে সমুদ্র আমার রক্তের মধ্যে রয়েছে৷’’

ধবধবে সাদা ভবনটিকে রংয়ের রংমশালে রূপান্তরিত করতে ওকুদা সান মিগেল ও তার টিম ৭২টি বিভিন্ন রং বেছে নিয়েছেন৷ রঙিন জ্যামিতিক ফর্ম বা আকার তাঁর কাজের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে৷বস্তুগুলির নেপথ্যে বিশ্বব্রহ্মাণ্ড, অনন্তকাল ও জীবনের অর্থের মতো নানা গভীর বিষয় লুকিয়ে রয়েছে৷ ওকুদা বলেন, ‘‘জামাকাপড় হোক, অথবা কাজ – সব ক্ষেত্রেই রং আমার সাইকোলজি৷ আমার মতে, আমি দর্শকদের একটা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছি, যা হলো আশাবাদ ও মুক্তি৷ যদিও আমার সৃষ্টি কখনো দুঃখের বিষয় তুলে ধরে অথবা বাস্তব প্রায়ই কঠিন হয়৷ তা সত্ত্বেও আমার বার্তা আশাবাদ ও মুক্তি৷’২০১৫ সালে একটি গির্জাকে স্কেটপার্কে পরিণত করে স্ট্রিট আর্টিস্ট হিসেবে ওকুদা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন৷ সেটির নাম ছিল ‘কাওস টেম্পল’৷

ইতিমধ্যে তার সৃষ্টিকর্ম গোটা বিশ্বের বিভিন্ন ভবন মুড়ে দিয়েছে৷ নিউ ইয়র্ক, হাভানা, মস্কো, মানহাইম, টোরন্টো ও হংকং শহরে তার নিদর্শন দেখা যাবে৷’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ