শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

যেভাবে হত্যা করা হয় কলেজছাত্র আমিনুরকে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

এই নদীতেই ভাসছিল কলেজছাত্র আমিনুরের লাশ

কলেজছাত্র আমিনুর হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামি ফয়সাল মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে আদালতে বলেছে, আমিনুরের সাথে ১০-১২দিন আগে পরিচয় হয়। তার (ফয়সাল) তার প্রেমিকা মটরসােইকেল কিনতে বলে। সে কোথায় টাকা পাবে। এমন চিন্তায় সে পড়ে। তখন ফয়সাল আমিনুররে ব্যাপারে সিদ্ধান্ত নেয়। যেহেতু আমিনুরের বাবা একজন ব্যবসায়ি। তাই ফয়সাল আমিনুরকে অপহরন করে তার পরিবারের কাছে মুক্তিপন দাবী করে। কাংখিত টাকা না পাওয়ায় তখন তাকে হত্যার পরিকল্পনা করে। ফয়সাল জুসের সাথে ঘুমের ওষধ মিশিয়ে আমিনুরকে পান করায়। এরপর ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেয়। এঘটনা সে একাই ঘটিয়েছে বলে মঙ্গলবার (৯ নভেম্বর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পাইকগাছা উপজেলায় মুক্তিপণের দাবিতে অপহৃত সেই কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আমিনুর ইসলাম (২০)।

বুধবার ভোরে উপজেলার কপোতাক্ষ নদ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার রাত ৯টার দিকে আগড়ঘাটা বাজার থেকে আমিনুর রহমানকে অপহরণ করে নিয়ে যায় ফয়সাল। এ ঘটনায় ফয়সালকে আটক করে পুলিশ। সে পুলিশেরও কাছে স্বীকারোক্তি দিয়েছে বলে জানা গেছে।

নিহত আমিনুর শ্যামনগর গ্রামের সুরমান গাজীর ছেলে ও কপিলমুনি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার রাত ৯টার দিকে আগড়ঘাটা বাজার থেকে আমিনুরকে অপহরণ করে নিয়ে যায়। রাত ১০টার দিকে তাকে খুন করে নদে ভাসিয়ে দেয় বলে আটক ফয়সাল সরদার পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তার দেওয়া তথ্যমতে পুলিশ রক্তের আলামত সংগ্রহ করেছে।

এর পর বুধবার ভোরে উপজেলার আগড়ঘাটা বাজারের কপোতাক্ষ নদের ভাঙনকূলে আমিনুরের ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান ক্র‌্যাবনিউজকে জানান, অজ্ঞাত স্থানে নিয়ে আমিনুরের ব্যবহৃত ফোন দিয়ে রোববার রাত সাড়ে ১০টার দিকে তার বাবা সুরমান গাজীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফয়সাল, যা পাইকগাছা ব্রিজের নিচে রাখতে বলে। কিছু টাকাও সেখানে রাখা হয়। ওই স্থান থেকে সোমবার (৮ নভেম্বর) দুপুরে। টাকা নিয়ে চলে যাওয়ার সময় চারপাশের লোকেরা অপহরণকারী ফয়সালকে আটক করে পুলিশে দেয়। সে গদাইপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ