শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

যুক্তরাষ্ট্রে পোস্ট অফিসে দুজনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে ডাক বিভাগের দুই কর্মী এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন। বন্দুকধারী নিজেও ডাক বিভাগের কর্মী। গুলি চালানোর একপর্যায়ে নিজের গুলিতে তিনিও মারা যান।

মেমফিস শহর কর্তৃপক্ষের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

যুক্তরাষ্ট্রের ডাক পরিদর্শক সুসান লিঙ্ক জানান, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে মেমফিসের দক্ষিণ-পূর্ব উপকণ্ঠ অরেঞ্জ মাউন্ড এলাকার একটি ডাক বিভাগের কার্যালয়ে ওই বিভাগের তিন কর্মীকে মৃত পাওয়া যায়।যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের মুখপাত্র লিসা-অ্যানি কাল্প জানান, নিহতদের মধ্যে তৃতীয় ব্যক্তি গুলি চালিয়ে দুজনকে হত্যা করেন। এরপর ওই ব্যক্তি নিজেকে গুলি করেন।

সংবাদ সম্মেলনে নিহতদের পরিচয় বা হত্যার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাননি এফবিআই মুখপাত্র কাল্প।

যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ এ ঘটনায় শোক প্রকাশ করে এক বিবৃতিতে জানায়, ‘আজ (মঙ্গলবার) মেমফিসে যা ঘটেছে, তাতে আমরা মর্মাহত।

‘নিহতদের স্বজনদের মর্মান্তিক এ ঘটনায় সমবেদনা জানাচ্ছি। ডাক বিভাগের সব কর্মীর নিরাপত্তা আগামী দিনে নিশ্চিত করা হবে।’

সাম্প্রতিক সময়ে টেনেসিতে বন্দুকধারীদের গুলিতে হতাহতের ঘটনা বেড়েছে।যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতা স্টিভ কোহেন এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেন, ‘মানুষের হাতে এখন অস্ত্রের অভাব নেই। রাগ-ক্ষোভ সংবরণ করতে না পেরে তারা এসব অস্ত্রের সাহায্যে সহজে অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ