শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

যানজটে দেরি, এসএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দিলেন না কেন্দ্র সচিব

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীতে দেরি করে পরীক্ষা কেন্দ্রে আসায় এক এসএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেননি কেন্দ্র সচিব। বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।

রাস্তায় যানজটের কারণে পরীক্ষা হলে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে পারেননি গনিপুর গার্লস হাইস্কুলের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী সামিয়া সুলতানা শান্তা। এ কারণে তাকে পরীক্ষায় বসতে দেননি কেন্দ্র সচিব বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান।

ওই পরীক্ষার্থীর মা রাবেয়া সুলতানা অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, ‘গত ৫ দিন ধরে আমার মেয়ে অসুস্থ। এই শরীরেই মঙ্গলবার সকালে তাকে নিয়ে রসায়ন পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হই। চৌমুহনীতে দীর্ঘ যানজটের কারণে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে ১৫ মিনিট দেরি হয়। সেখানে যাওয়ার পর কেন্দ্র সচিব আবদুল মান্নান তাকে পরীক্ষা দিতে দেবেন না বলে জানান।

‘ তিনি বলেন, ‘পরে গনিপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ও ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম ফারুক ভূইয়া কেন্দ্র সচিবকে পরীক্ষার অনুমতি দিতে অনুরোধ করেন। কিন্তু তিনি কারো কথাই রাখেননি।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ