শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মেয়র পদ থেকে জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ‘তাঁর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ মন্ত্রণালয়ে দাখিল হয়েছে। সেগুলোকে আমলে নেওয়া হয়েছে। আইনের ধারা অনুযায়ী সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

জাহাঙ্গীরের বিরুদ্ধে কী কী অভিযোগ পড়েছে, সেই প্রশ্নে মন্ত্রী বলেন, জমি দখলের বিষয় আছে, জনস্বার্থ পরিপন্থী কাজে জড়িতের অভিযোগ আছে।

জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্তে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যের কমিটি কয়েক দিন আগে গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আনীত অভিযোগ প্রমাণিত হলে তাঁকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে। গত ১৯ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দল থেকে আজীবনের জন্য জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। তার স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ