শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মোবাইলে কথা বলতে বলতে ছাদ থেকে পড়ে মৃত্যু

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মো. আরিফুল ইসলাম শান্ত (২৩)। গত শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন মারা যান তিনি।

শান্তর চাচা আবদুল হান্নান জানান, শান্তর বাবার নাম মো. সালেক মিয়া। গ্রামের বাড়ি হবিগঞ্জ সদরের শংকরপাশায়। আগারগাঁও তালতলার একটি ভবনে ম্যাসে থাকতেন শান্ত। কাজ করতেন মেট্রোরেলের ক্রেনের রেজারম্যান (শ্রমিক) হিসেবে।

তার রুমমেটদের বরাত দিয়ে হান্নান বলেন, শনিবার বিকালে ছয়তলার ছাদে গিয়ে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবশত পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ঢামেক হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রাতে মারা যান তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ রবিবার ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ