শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মেট্রোরেলের মালামাল ‘চুরি’, গ্রেপ্তার ১১

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের শাহআলী এলাকা থেকে মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

তারা হলেন- মো. মোতালেব শিকদার (৫৪), মো. নজরুল ইসলাম (৪৪), মো. হাবিব উল্লাহ ভূঁইয়া (৪৩), মো. ওয়ালীউল্লাহ ওরফে বাবু (৪১), সুমন ঘোষ (৪৩), আব্দুল্লাহ আল মামুন (৪৮), মো. আ. ছাত্তার (৫৮), মো. আশিক (৩১), মো. আমজাদ হোসেন রাজন (৩৬), মো. মনির (৪০) ও মো. রিয়াজুল (২০)।

শাহআলী বেড়িবাঁধ এলাকা থেকে সোমবার দুপুর ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়।

তাদের কাছ থেকে ১৮টি আইবিমসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে বলে র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান।

তিনি বলেন, ‘এই চক্র দীর্ঘদিন ধরে মেট্রোরেল প্রকল্প ছাড়াও সরকারের আরও গুরুত্বপূর্ণ প্রকল্পের আইবিম ছাড়াও অপ্রয়োজনীয় লোহা, ইস্পাত, তার, মেশিন কৌশলে চুরি করে ভাঙ্গারি দোকানে ও অন্যান্যদের কাছে বিক্রি করে আসছিল।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ওই র‌্যাব কর্মকর্তা জানান।

র‌্যাবের ভাষ্য, প্রথমে চক্রটি কৌশলে প্রকল্পের কর্তব্যরত ব্যক্তির সহায়তায় বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং সেই অনুযায়ী চুরির পরিকল্পনা করে থাকে।

পরে সেসব তথ্যের ভিত্তিতে প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্যদের সহায়তায় বিভিন্ন উপকরণ চুরি করে গোপন জায়গায় নিয়ে লুকিয়ে রাখে।

এরপর চুরি করা উপকরণ পরিবর্তন করে সহজে বহনযোগ্য করা হয় এবং এসব মালামালের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে চক্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।

র‌্যাব কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, এ চক্রের অনেক আসামি পলাতক রয়েছে।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ