শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মিরপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পাথওয়ের ইফতার বিতরণ

spot_img
spot_img
spot_img
নিজস্ব প্রতিবেদক
পিছিয়ে পড়া জনগোষ্ঠি তৃতীয় লিঙ্গ, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠি ও যানজটের কারণে পথে আটকে পড়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে।
শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর মিরপুর-১০ ও সাদা পানির ট্যাঙ্ক এলাকায় ছয় শতাধিক মানুষের হাতে তুলে দেয়া হয় ইফতার সামগ্রি।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠি তৃতীয় লিঙ্গসহ সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজকের আয়েজনে ৬শতাধিক মানুষের হাতে পাথওয়ের কর্মীরা ইফতার তুলে দেয়া হয়।
এছাড়া রোজাদার ব্যক্তি ট্রাফিক জ্যামের কারণে সময় মতো যারা বাসায় পৌঁছতে পারেননি তাদের মাঝেও বিতরণ করা হয়, ইফতার সামগ্রি।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া এইসব মানুষের মুখে হাঁসি ফুটাতে প্রতিবারের মতো এবারও নিরলসভাবে কাজ করেছেন পাথওয়ের একঝাঁক কর্মী।
সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।
তিনি বলেন, পাথওয়ের মতো সমাজ বা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের সামর্থ অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া মানুষের
কল্যাণে এগিয়ে আসলে এই মানুষগুলোর মুখেও হাসি ফুটবে। তারাও ধনী-গরিব ভেদাভেদ ভুলে সমাজের বৃত্তবানদের সঙ্গে বসে একই কাতারে ইফতার করতে পারবে।
পাথওয়ে সূত্রে জানা গেছে, ঢাকার বাইরে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের জন্য পাথওয়ের প্রশিক্ষণ ও পুর্নবাসন কার্যালয় বরিশালে ইফতার বিতরণ করা হয়।
এখানে উল্লেখ্য যে, বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে করোনাকালীন সময়ে জনসচেতনা বৃদ্ধির জন্য লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার বিরণ করে। এছাড়াও করোনা আক্রান্ত ব্যক্তি নিজ খরচে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া, বিনামূল্যে মৃত ব্যক্তিদের গোসল ও দাফনের মতো মানবিক কাজও করে পাথওয়ে টিম।
এছাড়া করোনা আক্রান্ত গণমাধ্যম কর্মী এবং তাদের পরিবারকে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, পরিবহন শ্রমিক, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠি, প্রতিবন্ধী ব্যক্তি, পরিবার এবং করোনাকালীন সময়ে যারা চাকুরি হারিয়েছেন সেসমস্ত পরিবারের পরিচয় গোপন রেখে খাদ্য সামগ্রী বাসায় পৌঁছে দিয়েছে সংস্থাটি। উপকূলীয় জেলে পরিবার এবং নদী পাড়ের মানুষের পাশেও দাঁড়িয়েছে সংস্থাটি।
জেইউ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ