শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সাংবাদিকদের মানববন্ধন থেকে কাস্টমস কর্মকর্তা তাজুলের শাস্তি দাবি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সহ সভাপতি ও ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বারী নয়নকে প্রাননাশের হুমকি দেওয়ার প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে ক্র্যাব।

আজ শনিবার দুপুরে ডিআরইউ চত্বরে আয়োজিত মানব বন্ধনে সভপাতিত্ব করেন ক্র্যাব সভাপতি মিজান মালিক। ক্র্যাবের দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর পরিচালনায় মানব বন্ধনে বক্তারা বলেন, একজন কাস্টমস কর্মকর্তা হয়ে কিভাবে ২০০ কোটি টাকার মালিক হলেন ড. তাজুল ইসলাম। তার কাছে লাইসেন্সকৃত অস্ত্রও রয়েছে। এ অস্ত্র তিনি কিভাবে পেলেন তা খতিয়ে দেখতে সরকারের দৃষ্টি আকর্ষন করেন নেতৃবৃন্দ। পাশাপাশি তার সম্পদ খতিয়ে দেখতে দুদক কর্মকর্তাদের আহবান জানানো হয় মানব বন্ধনে। অবিলম্বে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।

বক্তারা আরো বলেন, মনুজুরুল বারী নয়ন ড. তাজুলের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তার অফিসে গিয়ে অস্ত্রের ভয়ভীতি দেখানো হয়। এছাড়া সামাজিত যোগাযোগ মাধ্যমেও তাকে হেয় করা হয়েছে। একজন সাংবাদিককে অস্ত্রের ভয় দেখানো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের কর্মকান্ডের ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করার দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। আগামী সাতদিনের মধ্যে তাজুলের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহন করা না হলে পরবর্তিতে আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন নেতৃবৃন্দ। মানব বন্ধন কর্মসূচীতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সালেহ আকন, সাবেক সহ সভাপতি সাব্বির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, আব্দুল লতিফ রানা, ডিআরইউর সাবেক যুগ্ম সম্পাদক জামিউল আহসান শিপু, কল্যান সম্পাদক কামরুজ্জামান বাবলু, ক্র্যাবের যুগ্ম সম্পাদক হাসান উজ জামান, আন্তর্জাতিক সম্পাদক রুদ্র রাসেল, ক্র্যাব সদস্য এস এম ফয়েজ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, ক্র্যাবের সহ সভাপতি নিত্য গোপাল তুতু, ক্র্যাবের অর্থ সম্পাদক মো. এমদাদুল হক খান, সিনিয়র সদস্য গাফফার মাহমুদ, শাজাহান আকন্দ শুভ, দেব দুলাল মিত্র, এসহান পারভেজ তুহিন, মহসিনুল করিম লেবু, কামাল হোসেন তালুকদার, ক্র্যাবের সাবেক অর্থ সম্পাদক এস এম দেলোয়ার হোসেন, আবু হেনা রাসেল, ক্র্যাব সদস্য সাইফুল ইসলাম মন্টু।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ