শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মানবাধিকার বিষয়ক সেরা প্রতিবেদনের জন্য সম্মাননা ও স্ক্রেস্ট গ্রহণ রাফিউলের

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
মানবাধিকার বিষয়ক প্রতিবেদন-১ (প্রিন্ট/অনলাইন) ক্যাটাগরিতে ‘ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছেন মো. রাফিউল ইসলাম (দ্য ডেইলি স্টার)। আজ শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে রাফিউলের হাতে ক্রেস্ট, সনদ ও পুরষ্কারের চেক তুলে দেন ক্র্যাব সভাপতি মিজান মালিক। এ সময় ক্র্যাবের সাবেক সভাপতি এস. এম আবুল হোসেনসহ ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০ জয়ী হয়েছেন রাফিউলসহ ৯ সাংবাদিক (ক্র্যাব সদস্য)। বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরষ্কারের চেক তুলে দিতে গত শনিবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলো ক্র্যাব। ওই অনুষ্ঠানে রাফিউল বিশেষ কারণে অনুপস্থিত থাকায় অন্যরা স্ব-স্ব সম্মাননা গ্রহণ করেন। অবশিষ্ট ছিলেন রাফি। তিনি আজ তার সম্মাননা গ্রহণ করেছেন এবং ক্র্যাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার জন্য ৪টি এবং টেলিভিশন ও রেডিও মিডিয়ার জন্য ৪টিসহ মোট ৮টি পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিটি পুরস্কারের মূল্য ৩০ হাজার টাকা।

জুরি বোর্ডে ছিলেন জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শংকর কুমার দে, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি কামরুল হাসান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম আনিসুল ইসলাম।

ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জয়ী যারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ (প্রিন্ট ও অনলাইন): আজকের পত্রিকার আয়নাল হোসেন (শেয়ার বিজ)

অনুসন্ধানী প্রতিবেদন-২ (টেলিভিশন ও রেডিও): যমুনা টিভির সাজ্জাদ পারভেজ ও ইমতিয়াজ মোমিন সনি (নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম)

মাদক বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন-১ (প্রিন্ট/অনলাইন): ডেইলি স্টারের জামিল খান

মাদক বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন-২ (টেলিভিশন/রেডিও): যমুনা টিভির সাজ্জাদ পারভেজ

নারী ও শিশু নির্যাতন বিষয়ক প্রতিবেদন-১ (প্রিন্ট/অনলাইন): দৈনিক ইত্তেফাকের সমীর কুমার দে

নারী ও শিশু নির্যাতন বিষয়ক প্রতিবেদন-২ (টেলিভিশন/রেডিও): ৭১ টিভির নাদিয়া শারমিন

মানবাধিকার বিষয়ক প্রতিবেদন-১ (প্রিন্ট/অনলাইন): ডেইলি স্টারের মো. রাফিউল ইসলাম

মানবাধিকার বিষয়ক প্রতিবেদন-২ (টেলিভিশন/রেডিও): এনটিভির সফিক শাহীন

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ