রবিবার | ২২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বুকের ব্যথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি রুস্তম আলী (৮১)। পরে চিকিৎসার জন্য তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

আজ বুধবার দুপুর ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার আঠারবাড়ী কালিয়ান গ্রামের মৃত মেফর আলীর ছেলে।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ বলেন, রুস্তম আলী মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযুক্ত আসামি। মামলাটি বিচারাধীন। গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ হাজিরা দেওয়ার জন্য রুস্তমকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এর মধ্যে আজ সকালে রুস্তম বুকে ব্যথা অনুভব করেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা গেছে, রুস্তম আলীর মৃত্যুর ঘটনাটি তাঁর পরিবারকে জানানো হয়েছে। কারাবিধি অনুযায়ী মৃতের পরিবারের লোকজন আসার পর তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ