শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ময়মনসিংহ-ঢাকাগামী বাস ধর্মঘট প্রত্যাহার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ বিভাগের চারটি জেলার ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মহাসড়কের খানাখন্দ ও ভাঙাচোরা রাস্তা মেরামতে মন্ত্রণালয়ের আশ্বাসের পর আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা মোটর মালিক সমিতি।

এর আগে জেলা মোটর মালিক সমিতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডাকা এই পরিবহন ধর্মঘটে রোববার সকাল থেকেই সব ধরনের পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, গাজীপুর থেকে টঙ্গী রাস্তার খানাখন্দ ও ভাঙাচোরা মেরামতের দাবিতে সকাল থেকে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অতিরিক্ত ভাড়ায় ব্যক্তিগত গাড়ি ভাড়া করে জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে হয় যাত্রীদের।

তবে ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকামুখী সকল দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও এর কোনো প্রভাব পড়েনি গাজীপুরে। সকাল থেকে ঢাকামুখী সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

পরিবহন সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টায় যাতায়াত করছে ৪২০টি গাড়ি। ২৪ ঘণ্টায় চলাচল করছে ১০ হাজার ৮০টি গাড়ি। রাস্তা খারাপের কারণে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জ্বালানি খরচ হয় ২০ লিটার বেশি।

হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮০ গাড়িতে ২ লাখ এক হাজার ৬০০ লিটার তেল লাগে। যার অর্থমূল্য এক কোটি ৬১ লাখ ২৮ হাজার টাকা। প্রতিদিন মালিকদের তেল বাবদ নষ্ট হচ্ছে ওই টাকা। দিন দিন পরিবহন শিল্পের এই অতিরিক্ত খরচে দিশেহারা মালিক শ্রমিকরা। দ্রুত রাস্তা মেরামত করে এই সমস্যা সমাধানের দাবি পরিবহন মালিক শ্রমিকসহ যাত্রীদের।

ময়মনসিংহ চেম্বার অব কমার্স এবং ময়মনসিংহ বিভাগীয় মোটর মালিক সমিতি গত ২ জানুয়ারি এই ধর্মঘটের ডাক দেয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ