রবিবার | ২২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বেহাল সড়ক : ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস বন্ধের ঘোষণা মালিক সমিতির

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকাগামী সব বাস ও ট্রাকের চলাচল আগামীকাল রোববার (১৬ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সালনা বাজার থেকে উত্তরা পর্যন্ত বেহাল সড়কটি চলাচলের উপযোগী না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার বিকেল থেকে জিলা মোটর মালিক সমিতির এ সিদ্ধান্ত মাইকিং করে নগরের বিভিন্ন এলাকায় প্রচার করা হয়।

এর আগে ২ জানুয়ারি ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অব কর্মাস ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সেখানে ১৫ জানুয়ারি মধ্যে সড়কের ওই অংশ চলাচলের উপযোগী করা না হলে বাস ও ট্রাক বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

ওই সংবাদ সম্মেলনে বলা হয়, সড়কের গাজীপুরের অংশ বেহাল থাকার কারণে বাস ও ট্রাকের চলাচল সম্ভব হচ্ছে না। বেহাল সড়কের কারণে বাস ও ট্রাকে জ্বালানির অতিরিক্ত অপচয় হচ্ছে। জ্বালানি অপচয়ের এক পরিসংখ্যান উপস্থাপন করে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিদিন গড়ে ১ কোটি ৬১ টাকার বেশি জ্বালানির অপচয় হয়। এ ছাড়া গাড়ির যন্ত্রাংশ বিকল হয়ে আরও অপচয় হয়।

মোটর মালিক সমিতির নেতারা আরও জানান, বর্তমানে বাংলাদেশে নানা উন্নয়নমূলক কাজ হচ্ছে দ্রুতগতিতে। অথচ ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের গাজীপুর অংশের বেহাল সড়কটি চার বছর ধরে বেহাল থাকলেও সংস্কার করা হচ্ছে খুব ধীরগতিতে। এর পেছনে সরকারের কতিপয় আমলার ষড়যন্ত্র রয়েছে।

ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা বলেন, আজ বিকেলে ময়মনসিংহ বিভাগের শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলার পরিবহননেতাদের সঙ্গে আলোচনা করে অনির্দিষ্টকালের জন্য চার জেলা থেকে বাস ও ট্রাক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ