শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বিস্ফোরণে শ্রমিক আহত

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
শেরপুরের নালিতাবাড়ির নাকুগাঁও স্থলবন্দরে পাথর ভাঙার সময় ‘পাওয়া ইলেকট্রিক ডিভাইস’ বিস্ফোরণে র‌নি মিয়া (১৪) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণ ঘটা ডিভাইসটি বোমা কীনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আহত র‌নির প‌রিবারের দাবি, শুক্রবার (২২ অ‌ক্টোবর) সনাকুগাঁও স্থলবন্দরের পাথর কোয়ারিতে কাজ করছিলেন রনি। বিকেল ৫টার দিকে পাথরের মাঝে ছোট একটি ইলেক্ট্রনিক ডিভাইসের মতো কিছু একটা পেয়ে কৌতুহলবশত হাতে নেন। পরবর্তী‌তে কাউ‌কে কিছু না ব‌লে বন্দরের পা‌শেই তার ভাড়া বাড়িতে চলে যান। পরে ঘ‌রে গিয়ে বস্তুটি নাড়াচাড়া কর‌তে থাকেন।

একপর্যায়ে ডিভাইসে লাগানো দুটি ক্যাবল এক সাথে লাগানোর চেষ্টা করেন। এ সময় ওই ডিভাইস‌টি বিস্ফোরিত হয়। তখনই অজ্ঞান হয়ে প‌ড়েন তিনি। আহত র‌নিকে নি‌য়ে উত্তর কাপাশিয়া নিজ গ্রামে চলে যান তার নানী। সেখানে র‌নির শারিরিক অবস্থা অবনতি ঘটলে রাত নয়টার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন ব‌লেন, র‌নির বাম হাত ও পায়ে বেশি জখম হয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্নস্থা‌নে ক্ষত হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়েছে।

না‌লিতাবাড়ী থানার অ‌ফিসার ইনচার্জ ব‌ছির আহ‌ম্মেদ বাদল ক্র‌্যাবনিউজকে বলেন, বিষয়টি সম্প‌র্কে জেনেছি। পরবর্তী‌তে বন্দরে পু‌লিশ পাঠা‌নো হয়েছে। তিনি আরো বলেন, রনি কিছুটা সুস্থ হলে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ