শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বিএনপির কর্মসূচিতে উপস্থিতি নিয়ে চিন্তিত সরকার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বিএনপির গণসমাবেশ কর্মসূচিতে মানুষের উপস্থিতি নিয়ে চিন্তিত আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারকরা। প্রকাশ্যে স্বীকার না করলেও তাদের অনেকেই বলছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার তেমন কাজে আসছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি, সার, জ্বালানি তেল ও গ্যাস সংকট, দুর্নীতিসহ বিদ্যমান পরিস্থিতি সরকারের সাফল্যকে কিছুটা হলেও ম্লান করছে। দেশবাসী সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল ভোগ করলেও বর্তমান পরিস্থিতিতে অনেকেই নেতিবাচক দিকগুলোই সামনে আনছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এসব কারণেই বিএনপির বিভিন্ন সমাবেশে উপস্থিতি বাড়ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা উদাহরণ দিয়ে বলেন, পদ্মা সেতুর প্রধান উপকারভোগী বরিশাল বিভাগের মানুষ। সারা দেশের মানুষই নানাভাবে এর সুফল ভোগ করছে। তবে বিশেষভাবে সুবিধা পাচ্ছেন বরিশাল বিভাগবাসী। এর আগে রাজধানীর সঙ্গে সড়কপথে সহজ যোগাযোগে তাদের আর কোনো পথ ছিল না। এখন সেই সুযোগ তৈরি হয়েছে। দেশের উন্নয়নের বিষয় মাথায় রেখে নানা প্রতিকূলতার মধ্যদিয়ে সরকার নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ কাজ শেষ করে। খুব বেশি দিন আগে এর উদ্বোধন হয়নি। সেই বরিশালেই সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি হিসাবে বিএনপি গণসমাবেশ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সাধারন দুস্থ মানুষের ঢল নামে। পরিবহণ বন্ধের কারণে দুদিন আগে থেকেই মানুষ সমাবেশস্থলে হাজির হয়। এক্ষেত্রে পদ্মা সেতুর সাফল্য তেমন কাজে আসেনি। বিএনপি প্রায় একই ধরনের বড় সমাবেশ করেছে দেশের আরও পাঁচ বিভাগে। প্রতিটি সমাবেশেই নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ যোগ দিয়েছেন। নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষগুলোর কথা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা দিশেহারা। কোনোভাবেই বাজারের সঙ্গে তাল মেলাতে পারছেন না। সমাবেশে বক্তৃতার সঙ্গে তাদের বর্তমান অবস্থা মিলে যাচ্ছে। সে কথাই তারা শুনতে এসেছেন। গণসমাবেশে উপস্থিতি এবং মানুষের এ ধরনের মনোভাবই সরকারকে ভাবিয়ে তুলছে। আগামী দশ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন বিভাগে আরও চারটি সমাবেশ হবে।

প্রচারের পরও বিএনপির সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি? এর পেছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে? সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন সরকারি দলের নীতিনির্ধারকরা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একাধিক নীতিনির্ধারক বলেন, করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের মানুষের জীবনে যে সংকট তৈরি হয়েছে তা কাজে লাগাচ্ছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলসহ ব্যবহার্য সব জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষ প্রতিকূল সময় পার করছে। মোট কথা জীবনযাত্রার ব্যয় বাড়ায় কষ্টে আছে দেশের মানুষ। বৈশ্বিক এই সংকটকে সরকারের ব্যর্থতা দেখিয়ে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বিএনপি।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এসব নেতার মতে, বর্তমান পরিস্থিতির মূলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং অবশ্যই বৈশ্বিক সংকট হলেও নিজেদের দায় একেবারেই নেই তা নয়। সরকারের ভুল নীতি, দুর্নীতি, দেশ থেকে টাকা পাচার এবং সাধারণ মানুষের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের দূরত্ব বৃদ্ধি সংকট আরও বাড়িয়ে দিচ্ছে। কিছু ব্যবসায়ীর স্বার্থে সরকার আমদানিনির্ভর জ্বালানি নীতি গ্রহণ করেছে। দেশের গ্যাস উত্তোলনে ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে গভীর সংকটে পড়েছে শিল্পখাত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের কষ্ট সীমাহীন। একজন আওয়ামী লীগ নেতা স্বীকার করেন, দেশ সংকটে পড়লে সরকার সমালোচিত হয়, এটা স্বাভাবিক। প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি সেই সুযোগ নিচ্ছে বলে মনে করেন তিনি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ