শুক্রবার | ১৮ অক্টোবর ২০২৪
Cambrian

বাংলাদেশ আর কখনও পরমুখাপেক্ষী হয়ে থাকবে না : প্রধানমন্ত্রী

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ আর কখনও পরমুখাপেক্ষী হয়ে থাকবে না। বাংলাদেশ মর্যাদা নিয়ে মথা উঁচু করে থাকবে এবং সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে নয় ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের হাতে স্বাধীনতা পদক-২০২২ তুলে দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে কাজ করায় বাংলাদেশ শিক্ষা, কৃষি, অর্থনীতিসহ বিভিন্ন খাতে অগ্রগতি করতে পেরেছে বলে জানান প্রধানমন্ত্রী।

ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে ভূমিকা পালনের মাধ্যমে দেশের কল্যাণে অবদান রাখায় এ বছর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন নয় ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন পর নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ বেসরকারি সম্মাননা হিসেবে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাখা বক্তব্যে দীর্ঘদিন পর নিজে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাধীনতার পর দেশ গঠনে সব ক্ষেত্রে জাতির পিতার ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘৭৫-এর ১৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের চেতনা ও অর্জনকে ধ্বংস করা হয়েছিল। আমরা যে বিজয়ী জাতি, সে কথাটাই ভুলিয়ে দেওয়া হয়েছিল। এটাই ছিল ২১ বছরের অন্ধকারের যুগ।’

লক্ষ্য নির্ধারণ করে যথাযথভাবে পরিকল্পনার মাধ্যমে যেকোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব বলেও এ সময় নিজের বিশ্বাসের কথা জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে যদি কাজ করা যায়, সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে প্রতিটি প্রকল্পকাজ প্রণয়ন করা যায় এবং বাস্তবায়ন করা যায়, তাহলে যেকোনো কাজ অর্জন করা যাবে বলে আমি বিশ্বাস করি। আমরা সেভাবেই কাজ করেছি।’ এ সময় চলমান উন্নয়ন প্রকল্পগুলো ঠিকঠাকভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকারপ্রধান। শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যতে সরকারে যারাই আসবে, তারা এ দিকটি লক্ষ্য রেখে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ আর কখনও পরমুখাপেক্ষী থাকবে না। বাংলাদেশ মর্যাদা নিয়ে মথা উঁচু করে থাকবে এবং সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

করোনা মহামারি মোকাবিলা করেও বাংলাদেশে উন্নয়নের গতিধারা অব্যাহত রয়েছে উল্লেখ করে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ