শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বরযাত্রীকে দেয়া দধি ‘টক লাগায়’ কনের বাবাকে ‘হত্যা’

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
বিয়ে বাড়িতে বরযাত্রীকে পরিবেশন করা দই টক হওয়ায় কনের বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ইকবাল হোসেন (৫০)। তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গনকমুড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার দুপুরে ইকবাল হোসেনের মেয়ে কারিমার সঙ্গে পাশের গ্রাম বিষ্ণাউড়ির দুলাল মিয়ার ছেলে পারভেজ মিয়ার বিয়ের দিন ধার্য ছিল। বরযাত্রী আসতে দেরি হওয়ায় কনের বাবা তাদের খাবার আলাদা করে রাখেন। বরযাত্রী আসার পর তাদের খাবার পরিবেশন করা হয়। তখন খাবারের টেবিলে বসা দুইজন বরযাত্রী দই টক হয়ে গেছে বলে অভিযোগ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিয়ে বাড়িতে থাকা মুরুব্বিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়।

ঘটনার পরদিন বুধবার রাত ১০টার দিকে স্থানীয় বাজারে চা খেতে যান মেয়ের বাবা ইকবাল হোসেন। সেখানে পাশের গ্রামের বরপক্ষের ৫ থেকে ৭ জন যুবকের সঙ্গে দই টক হওয়ার বিষয়টি নিয়ে আবারও কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে বরপক্ষের লোকজন ইকবাল হোসেনকে মারধর করেন। এতে অসুস্থ হয়ে গেলে, তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানা ওসি আলমগীর হোসন ক্র্যাবনিউজকে বলেন, ‘মেয়ের বাবা নিহতের খবরে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। সকালে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।’ তবে এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ