শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বন্দুকযুদ্ধে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত : বিজিবি

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় বন্দুকযুদ্ধে সন্দেহভাজন চোরাকারবারি নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, বুধবার রাত ৮টার দিকে উখিয়া উপজেলার সীমান্ত সংলগ্ন রত্নাপালং ইউনিয়নের করইবুনিয়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে বিজিবি। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

আলী হায়দার বলেন, রাতে উখিয়ার সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার খবরে তাদের একটি দল রত্নাপালং ইউনিয়নের করইবুনিয়া এলাকায় অবস্থান নেয়।

এক পর্যায়ে মিয়ানমার সীমান্তের দিক থেকে ৪/৫ জনের একটি দলকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার নির্দেশ দেন।

“বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো দুইভাগে বিভক্ত হয়ে যায়। পরে তারা বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে হামলাকারিরা পিছু হটে পাহাড়ি এলাকার ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।”

লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার বলেন, পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, একটি দেশে তৈরি বন্দুক এবং দুটি গুলি উদ্ধার করা হয় বলে এই বিজিবি কর্মকর্তা জানান।

তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ