শুক্রবার | ১৮ অক্টোবর ২০২৪
Cambrian

বন্দি নেতাদের মুক্তির আশ্বাস পেলো হেফাজত

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
কারাবন্দী আলেম-ওলামা ও সংগঠনের নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। আজ বুধবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠককালে এই দাবি জানান সংগঠনটির নেতারা।

মন্ত্রী কারাবন্দি হেফাজত নেতাদের মুক্তির বিষয়ে আশ্বস্ত করেছেন বলে সংগঠনটির প্রচার সম্পাদক মহিউদ্দীন রাব্বানী জানান।

আজ বিকালে সংগঠনের মহাসচিব সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে আলেম-ওলামা ও হেফাজত নেতা কর্মীদের মুক্তির জন্য হেফাজতের পক্ষ থেকে দাবি জানানো হয়। বৈঠকে এরই মধ্যে অনেক আলেম-ওলামা ও কারাবন্দী নেতা-কর্মীর মুক্তির জন্য সরকারকে ধন্যবাদ জানান হেফাজতের নেতারা। একইসঙ্গে অবশিষ্ট সবার মুক্তি ও তাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

মন্ত্রী হেফাজত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং কারাবন্দী ওলামা ও নেতা-কর্মীদের মুক্তির বিষয়ে আশ্বস্ত করেন। একই সঙ্গে কারাবন্দীদের সঙ্গে পরিবারের লোকজনের সাক্ষাৎ ও যোগাযোগের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে হেফাজতের নায়েবে আমীর আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা ইয়াহিয়া, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মীর ইদরীস নদভী ও প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ