শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, জলোচ্ছ্বাসের আশঙ্কা

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। ফলে সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল হওয়ায় মাছ ধরার ছোট ট্রলারগুলো তীরে নিরাপদ স্থানে রাখা হচ্ছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরিশালসহ দক্ষিণ উপকূলে থেমে থেমে বৃষ্টি এবং দমকা ও ঝোড়ো হাওয়া বইছে। নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।

গত রোববার থেকেই বরিশালসহ দক্ষিণ উপকূলে বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়া বিরাজ করছে। আজ মঙ্গলবারও তা অব্যাহত আছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে দক্ষিণাঞ্চলে গতকাল সোমবার বেলা তিনটা থেকে আজ মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ অঞ্চলে স্থানীয় নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট উচ্চতায় অধিক জলোচ্ছ্বাস হতে পারে। এতে নিম্নাঞ্চল আরও প্লাবিত হতে পারে। এ সময় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. আনিসুর রহমান বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ওডিশার দিকে অগ্রসর হচ্ছে। এটি এখন স্থলভাগে পৌঁছে যাওয়ায় ক্রমে দুর্বল হচ্ছে। বৃষ্টি ঝরলে এটি আরও দুর্বল হয়ে বুধবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এর প্রভাবে উপকূ‌লের নদ-নদীতে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

এদিকে নদ–নদীতে পানি বাড়ার ফলে অনেক এলাকার মানুষই পানিবন্দী হয়ে পড়েছে। বরিশাল নগরের পলাশপুর, রসুলপুর, আমানতগঞ্জ, কালিজিরা, দপদপিয়া, ধান গবেষণা সড়ক, সাগরদি, রূপাতলী, সদর উপ‌জেলার চরবা‌ড়িয়া, তালতলীসহ নিম্নাঞ্চল এলাকায় পা‌নি ঢু‌কে প‌ড়ে‌ছে। ঘর থে‌কে বের হ‌তে পা‌রছে না এসব এলাকার বাসিন্দা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ