শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ফরিদপুরে আগুনে পুড়ল ১২টি বাস

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর শহরের গোয়ালচটে সাউথ লাইন নামক পরিবহনে কমপক্ষে ১২টি বাসে ভয়াবহ আগুন লাগে। আলোচিত মানি লন্ডারিং মামলার আসামি সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন এই বাসগুলো আদালত জব্দ করে সিআইডির জিম্মায় রাখা ছিল। আর সেখানেই গতকাল শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ আগুনের সূত্রপাত কিভাবে তা এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফরিদপুর ফায়ার সার্ভিসের পরিচালক মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ২২টি বাসের মধ্যে ১২টি বাস পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা যায়নি। আগুন লাগার কারণ তদন্ত করে দেখছেন বলে জানান তিনি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. জলিল বলেন, ‘গোয়ালচামট পৌর পার্ক সংলগ্ন একটি জায়গায় জব্দকৃত এ বাসগুলো রাখা ছিল। সেখানে বাস ছিল মোট ২২টি, এর মধ্যে ১২টি বাসেই একসঙ্গে আগুন লাগে। রাত আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে যায়।

উল্লেখ্য, ২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেল গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে। একসঙ্গে ১২টি বাস আগুনে পুড়ে যাওয়ার স্থানীয়রা বিষয়টি নাশকতা বলে ধারণা করছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ