শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অবশেষে ধরা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক               

কণ্ঠ নকল করে বিভিন্ন সময়ে নিজেকে প্রধানমন্ত্রীর চিফ কম্পট্রোলার, এপিএসসহ বিভিন্ন ভুয়া পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চন্দ্র শেখর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত দশ থেকে বারো বছর ধরে অভিনব কায়দায় শেখর প্রতারণা চালিয়ে আসছিলো বলে দাবি পুলিশের। গত ২০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের চীফ কম্পট্রোলার পরিচয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষকে ফোন করে এক ছাত্রকে ভর্তির জন্য চাপ প্রয়োগ করেন শেখর। এনিয়ে পুলিশে অভিযোগ করেন কলেজের অধ্যক্ষ। ঘটনার অনুসন্ধান শেষে ২৬ জানুয়ারি বিকেলে রাজধানীর নাজনীনবাগ এলাকা থেকে চন্দ্রশেখর মিস্ত্রিকে গ্রেফতার করে মোহাম্মাদপুর থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চীফ কম্পট্রোলার পরিচয় দিয়ে অষ্টম শ্রেণিতে একজন ছাত্রকে ভর্তির চাপ প্রয়োগ করেন। সাত থেকে আট ঘণ্টার প্রচেষ্টায় গতকাল বিকেলে আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই। পুলিশ জানায় গ্রেপ্তার চন্দ্রশেখর মিস্ত্রি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কম্পট্রোলার, স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস এবং কখনো সামরিক বেসামরিক বাহিনীর বড় কর্তা পরিচয় দিতেন।

তিনি বলেন, মূলত তার পেশাই ছিল চাকরির বিজ্ঞাপন সংগ্রহ করে তার থেকে চাকরিপ্রার্থী সংগ্রহ করতেন। তারপর তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন তিনি।চন্দ্রশেখর মোবাইল ফোনে নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এ সময় সে কণ্ঠ নকল করে কথা বলতেন। মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা করে এসব তথ্যের সত্যতা পাওয়া গেছে বলে জানান উপপুলিশ কমিশনার।

এর আগে ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে তেজগাঁও থানায় গ্রেপ্তার হয়েছিল শেখর।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ