শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

প্রধানমন্ত্রীকে ‘ধন্যবাদ’ জানাতে জাজিরায় ৬.১৫ কিমি দীর্ঘ ব্যানার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

সরেজমিনে দেখা গেছে, ব্যানারজুড়ে পদ্মা সেতুর ছবি দেওয়া হয়েছে। তার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, শরীয়তপুরের তিন সংসদ সদস্য ও জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদারের ছবি দেওয়া হয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার ব্যানারের বিভিন্ন স্থানে ‘আত্মমর্যাদা, সাহস ও এগিয়ে যাওয়ার নাম পদ্মা সেতু’, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ’, ‘গৌরবের ও সক্ষমতার প্রতীক পদ্মা সেতু’ এমন নানা স্লোগান লেখা হয়েছে।

ঢাকা–শরীয়তপুর সড়কে পদ্মা সেতুর সমান ব্যানার লাগানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাজিরার নাওডোবা এলাকায়

ঢাকা–শরীয়তপুর সড়কে পদ্মা সেতুর সমান ব্যানার লাগানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাজিরার নাওডোবা এলাকায়।
জাজিরার সাহেববাজার এলাকায় কৃষক দিদার হোসেনকে (৬৫) ব্যানার লাগানোর কাজ করতে দেখা যায়। তিনি প্রথম আলোকে বলেন, পদ্মাপারের মানুষ হিসেবে তাঁদের বুকে অনেক কষ্ট জমা আছে। অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে এখানে ফলানো ফসলের নায্য দাম পেতেন না। শেখ হাসিনা সাহস দেখিয়ে পদ্মা সেতু করেছেন। তাঁর মতো লাখো গরিবের মুখে হাসি ফুটিয়েছেন।

সেনেরচর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তোতা মোল্যা বলেন, ‘পদ্মা সেতু বানাতে আমাদের নেত্রী শেখ হাসিনাকে অনেক মানসিক চাপ সহ্য করতে হয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে। তিনি সেতু নির্মাণ করে অবহেলিত জনপদ উন্নত করেছেন। তাই তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ।’

জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বড় উপহার পদ্মা সেতু নির্মাণ করে দিয়েছেন। তাঁর প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাতে জাজিরার মানুষ পদ্মা সেতুর সমান ছবি দিয়ে ব্যানার তৈরি করেছেন। সেই ব্যানার সড়কে টানিয়ে দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ