শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পুলিশের পাহাড়ায় উড়ে গেলো ‘শঙ্কা’

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার বায়তুল মোকাররমে জুমার নামাজ ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষ হতে পারে- এমন শঙ্কা থাকলেও তেমন কিছুই ঘটেনি। বায়তুল মোকাররম মসজিদ এলাকা ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা ছিলো। মসজিদ ঘিরে মানবঢাল তৈরি করেছিলো পুলিশ।

বায়তুল মোকাররম মসজিদ ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা : ছবি-ক্র্যাবনিউজ

ফলে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে নামাজ পরবর্তী সময়ে বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে বিক্ষোভ সমাবেশ হবে বলে ধারণা করা হলেও সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররমে মুসল্লীরা সুষ্ঠু পরিবেশে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেই মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করেছেন। এ সময় কোনো অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটেনি।

সরেজমিনে দেখা গেছে, বায়তুল মোকারম মসজিদের বাহিরে সিড়ির উপর মুসল্লীদের সেলফি তোলার প্রতিযোগিতা। এদিকে মসজিদ ঘিরে ছিল নিচ্ছিদ্র নিরাপত্তা। পুলিশ এবং ডিবির সদস্যরা নিরাপত্তার কারনে সমাবেশ করতে পারেনি কেউ।

এর আগে নামাজের পর বিক্ষোভ সমাবেশের একটি গুঞ্জন শোনা গেলেও তার কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে নামাজের সময় এবং নামাজ শেষে বায়তুল মোকাররমের আশেপাশে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

নামাজের আগে থেকেই নিরাপত্তা বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো। মসজিদ প্রাঙ্গণ থেকে মসজিদের চারদিকেই পুলিশ এবং ডিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ