শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পরিবর্তন নিয়ে আসছেন অমিতাভ

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
২৩ আগস্ট সোমবার থেকে শুরু হচ্ছে কৌন বনেগা ক্রোড়পতি। ‘জওয়াব আপ হি হো’ স্লোগান নিয়ে এই মৌসুম উদ্‌যাপন করবে প্রত্যেক মানুষের ‘জ্ঞান, ধ্যান ও সম্মান’ পাওয়ার অধিকারকে। বরাবরের মতোই এবারও সঞ্চালক হিসেবে থাকছেন অমিতাভ বচ্চন। তবে এবার এই রিয়েলিটি শোয়ে থাকছে বেশ কিছু পরিবর্তন।
প্রথম: এবার থেকে আর কৌন বনেগা ক্রোড়পতির সেটে ‘ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট’–এর সুযোগ রাখা হবে না। তার বদলে প্রতিযোগীদের চারটি বিকল্পসহ তিনটি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দিতে হবে। যিনি সেই প্রশ্নের জবাব অতি দ্রুত দিতে পারবেন, তিনিই থাকবেন হট সিটে।
দ্বিতীয়: নতুন মৌসুমে ‘অডিয়েন্স পোল’ আবারও ফিরিয়ে আনা হয়েছে। মাঝখানে করোনার কারণে স্টুডিওতে দর্শক উপস্থিত থাকতে পারেননি। তাই এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে নতুন মৌসুমে আবারও স্টুডিওতে দর্শক থাকবেন। তাই পুরোনো নিয়ম ফের বহাল হলো।
তৃতীয়: কৌন বনেগা ক্রোড়পতির সেটের সজ্জায় আসছে পরিবর্তন। শুটিং সেটের মেঝেটি এলইডি দিয়ে সাজানো হয়েছে। ‘অগমেন্টেড রিয়েলিটি’র ধারণায় মঞ্চ সাজানো হয়েছে এবার।
চতুর্থ: এই শোয়ের চতুর্থ পরিবর্তনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর আগের মৌসুমগুলোয় কর্মবীর পর্বগুলোতে বাস্তব জীবনের নায়কদের অংশগ্রহণ থাকত। এই মৌসুমে শুক্রবার থাকবে বিশেষ আয়োজন ‘শানদার শুক্রাবার’ নামে। এদিন অতিথি থাকবেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা।
পঞ্চম: কৌন বনেগা ক্রোড়পতিতে এবার থেকে গেম টাইমারের নতুন নাম রাখা হয়েছে। শো চলাকালীন অমিতাভ বচ্চন এবার থেকে গেম টাইমারটিকে ডেকে উঠবেন, ‘ধুকধুকিজি’ বলে।
সনি টিভিতে ২৩ আগস্ট থেকে শুরু হচ্ছে কৌন বনেগা ক্রোড়পতির ১৩তম মৌসুম। সোমবার থেকে শুক্রবার রাত ৯টায় দেখা যাবে এই আয়োজন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ