শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পরিদর্শনকালে শ্রেণীকক্ষে ময়লা পেলেন মন্ত্রী, অধ্যক্ষ-শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আজিমপুর গভর্ণমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে শ্রেণিকক্ষে ময়লা পেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর তাৎক্ষণিক প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করেন মন্ত্রী।

একইসঙ্গে সংশ্লিষ্ট স্কুলের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি তদারকির দায়িত্বে থাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তেরর সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে শিক্ষামন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

দেড় বছর পর উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। এর প্রস্তুতি হিসেবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলো আগে থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তা পালন না করে শ্রেণিকক্ষে ময়লা পাওয়ায় আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়।

শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষাপ্রতিষ্ঠানটির শ্রেণিকক্ষে কার্যক্রম শুরু করার সার্বিক প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এ বরখাস্তের নির্দেশ দেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা।

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথমদিন সকাল ১০টা আজিমপুর গার্লস স্কুল ও কলেজ পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ