শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নিষ্ক্রিয় হচ্ছে করোনা, সেই দাপট আর নেই

spot_img
spot_img
spot_img

● চার মাসে মৃত্যুশূণ্য চতুর্থ দিন ● শনাক্ত নেমে হাজারে ১৩ জন

● এ পর্যন্ত শনাক্ত ১৯,৫০,১২৪  ● মৃত্যু ২৯, ১১২ জন ● সুস্থ ১৮,৬৫, ৬০০

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার দাপট কমতে শুরু করার যে আভাস দিয়েছিলো- তা ফলতে শুরু করেছে। ক্রমাগত নিষ্ক্রিয় হতে চলেছে করোনার তান্ডব। গত চার মাসে দেশে এলো এমন চারটি দিন- যেখানে করোনায় মৃত্যু শূণ্য।

দুই বছর আগে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ বুধবার (১৬ মার্চ, ২০২২) পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া এ বিষয়ক তথ্য বিশ্লেষণে এমনটাই দাঁড়িয়েছে।

আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে করোনাক্রান্ত কারও মৃত্য হয়নি। অর্থাৎ- আরো একটি মৃত্যুহীন দিনের দেখা মিললো। এর আগের ২৪ ঘন্টায়- অর্থাৎ সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্তও কারো মৃত্যু হয়নি করোনায়। সে হিসেবে পরপর দুটি দিন ছিলো মৃত্যুহীন।

এর আগে এর আগে গত বছরের ২১ নভেম্বর ও ৯ ডিসেম্বর দেশে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি।

সে হিসেবে ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর ঘটনার পর থেকে এ পর্যন্ত মোট চারটি মৃত্যুহীন দিন পাওয়া গেলো।

নিয়মিত বুলেটিন

আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা দুই দিন মৃত্যুহীন হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৮২ জনের। গতকাল শনাক্তের সংখ্যা ছিল ২১৭।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ওই ২৪ ঘণ্টায় সারা দেশে ১৩ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৫৪ শতাংশ।

অমিক্রনের প্রভাব

দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার।

গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়ে যায়।

সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল। এরপর নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে। দেশে করোনা সংক্রমণ কমায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ।

করোনায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ১২৪। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১২ জন, সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৯২ জন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ