শুক্রবার | ১৮ অক্টোবর ২০২৪
Cambrian

নির্বাচন-নির্বাচন খেলা আর হবে না : ফখরুল

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা জেনেই ক্ষমতাসীনরা সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটছে না বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার (২ আগস্ট ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। ‘১ অক্টোবর ২০০১: নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নির্বাচন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

আওয়ামী লীগের দিন ঘনিয়ে আসছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন-নির্বাচন খেলা আর হবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষের ভাষা পড়েন, দেয়ালের ভাষা পড়েন। তত্ত্বাবধায়ক সরকারের বিধান করে সরে যান। নিরপেক্ষ সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে অংশ নেব না।’

দেশের গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমাদের দায় আছে, বিএনপিকে এই দায় বহন করতে হবে। যখন আন্দোলনের ডাক আসবে। তখন রাস্তা বোঝাই করবেন, মাঠ বোঝাই করবেন। আন্দোলন ছাড়া এই দানবকে সরানো যাবে না। সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে গণ-অভ্যুত্থান ঘটাতে হবে।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ