শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নিরাপদ সড়কের দাবিতে আজও সড়কে শিক্ষার্থীরা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের জন্য বাসভাড়া অর্ধেক করার পরও সড়ক ছাড়ছেন না শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজের ওপর আজও অবস্থান নিয়েছেন তারা।

আগের দিনের মতো বুধবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামে। তারা জানায়, নিরাপদ সড়কের দাবিতে গতকাল বেলা ২টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজও নেমেছে।

এ সময় তারা রামপুরা ব্রিজের দুই পাশের সড়কে অবস্থান নিয়ে যানবাহন ও চালকদের কাগজ ও লাইসেন্স যাচাই করতে দেখা যায়। সেই সঙ্গে শুধু ঢাকা নয়, সারা দেশে ছাত্রদের জন্য বাসে হাফ পাস চালুসহ বাকি আটটি দাবি বাস্তবায়নে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। রামপুরা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘ আগে থেকে ঘোষণা ছিল তারা আজকে নামবে। তবে আমাদের পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখে দেয়ার জন্য।’

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীরা বলছে, তাদের সব দাবি পূরণ হয়নি, তাই তারা আন্দোলন চালিয়ে যাবে। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি, তাদের মানুষের ভোগান্তির বিষয়গুলো বুঝিয়ে বলছি। আশা করি তারা বুঝবে।’বাসভাড়া অর্ধেক করার দাবিতে ছাত্রদের আন্দোলনের মাঝে গত সোমবার রাতে রামপুরায় অনাবিল পরিবহনের বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষা দেয়া এক ছাত্রের প্রাণ যায়।

এর আগে ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় নটর ডেম কলেজের এক ছাত্র।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ