শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নাগরিকদের সাংবিধানিক অধিকার কতটা সুরক্ষিত?

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

বাঙালি হলো পৃথিবীর একমাত্র জাতি, যারা একটি গণতান্ত্রিক সংবিধান অর্জনের জন্য সবচেয়ে দীর্ঘ সময় আন্দোলন-সংগ্রাম ও অপরিসীম ত্যাগ করেছে। রাজনৈতিক পরিভাষায় সংবিধান হলো— রাষ্ট্রের মৌল ও সর্বোচ্চ আইন। তৎকালীন সব দল, মত ও রাজনৈতিক শক্তিগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংবিধান প্রণয়নে অংশগ্রহণ করেছিল। ফলে নাগরিক অধিকারকে সংবিধানে সর্বাধিক গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছিল। স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করেও সংবিধানে নাগরিকদের অধিকার কতটা সুরক্ষিত, এ প্রশ্নে বিবিধ মন্তব্য করেছেন বিজ্ঞজনেরা।

মূলত সংবিধানের মৌলিক অধিকার অংশে চলাফেরার স্বাধীনতা, সমাবেশ, সংগঠন, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাকস্বাধীনতা, পেশা ও বৃত্তির স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তির অধিকার, গৃহ ও যোগাযোগের রক্ষণ বা গোপনীয়তার অধিকারের বাধ্যতামূলক সুরক্ষার বিধানকে নাগরিক অধিকার মর্মে বুঝানো হয়েছে।

তাই এসব অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মনে করলে তাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের অন্যতম সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক। তিনি সাংবাদিকদের কে বলেন, ‘সংবিধানে প্রদত্ত অধিকার কারও ক্ষেত্রে ক্ষুণ্ন হলে তাকে তো প্রথমে এগিয়ে আসতে হবে। রিট মামলা দায়ের করতে হবে। কেউ যদি প্রতিকার না চান, তাহলে কীভাবে তিনি আদালত থেকে প্রতিকার পাবেন? যদিও যে কারণেই হোক, হয়তো বিচার বিভাগের ওপর জনগণের আস্থা নেই, বা বিচার বিলম্বের জটিলতার কারণে অনেকে আদালতে আসতে চান না। ফলে অধিকার লঙ্ঘনের সুরাহা হয় না।’

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের কে বলেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সংবিধান। আমাদের সংবিধানে প্রতিটি নাগরিকের জন্য তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা আছে। সেসব অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ সংবিধানেই রাখা হয়েছে। বলা হয়েছে, কেউ যদি সুরক্ষা না পান, তবে তার করণীয় কী হতে পারে। নাগরিকদের সত্যিকার অর্থে গড়ে উঠতে, আইন মেনে চলতে এবং নিয়মের বাইরে না যেতে এই সংবিধানে সবার কথা তুলে ধরা হয়েছে।’

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ‘‘সংবিধানে কিছু মৌলিক অধিকার দিয়ে রাখা আছে এবং সেগুলো নিশ্চিতের কথা বলা হয়েছে। নাগরিক অধিকারের রক্ষাকবজ হিসেবে সংবিধানের ১০২ অনুচ্ছেদে বলা আছে। এটি সুপ্রিম কোর্টের হাতে ন্যাস্ত রয়েছে। এই রক্ষাকবজ আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু প্রশাসনে যারা আছেন, তারা কিছু ‘টেকনিক’ ব্যবহার করেন, যার কারণে প্রতিকার বা অধিকারগুলো নিশ্চিত করা সম্ভব হয় না। যেমন- ধরুন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করার বিষয়ে সংবিধানে বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তারা কী করছে? তারা প্রথমে গ্রেফতার করে গোপন করে রাখছে। এর কয়েকদিন পর গ্রেফতার দেখিয়ে  ২৪ ঘণ্টার কথা বলে তারা ওই ব্যক্তিকে আদালতে হাজির করছে। ফলে ওই ব্যক্তিকে গোপন স্থানে আটকে রাখার ফলে তার যে প্রতিকার চাওয়ার সুযোগ ছিল, তা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। এছাড়া সবারই সভা-সমাবেশ করার স্বাধীনতা রয়েছে। কিন্তু বাস্তবে কী দেখছি? নিরাপত্তার কথা বলে অনুমতির অজুহাত দেখিয়ে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে এ করকম টেকনিক্যাল কারণে সবসময় মৌলিক অধিকার বা প্রতিকার পাওয়া সম্ভব হচ্ছে না। এসব ক্ষেত্রে আদালতে গেলেও প্রতিকার পাওয়া সম্ভব হচ্ছে না।’

আশার বাণী শুনিয়ে মনজিল মোরসেদ বলেন, ‘ভয়ের কারণ নেই। প্রতিকার যে আদালতের মাধ্যমে হচ্ছে না,তা কিন্তু না। যেসব ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ আদালতের সামনে হাজির করতে পারছে, সেসব ক্ষেত্রে আদালত থেকে প্রতিকার পাওয়া যাচ্ছে।’ সূত্র: বাংলা ট্রিবিউন
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ