ক্র্যাবনিউজ ডেস্ক
নাইজারের পশ্চিমাঞ্চলে এক হামলায় মঙ্গলবার ৩৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অঞ্চলটি প্রতিবেশি মালি থেকে আসা জিহাদি অনুপ্রবেশে ক্ষতিগ্রস্থ। খবর এএফপি’র।
একজন স্থানীয় কর্মকর্তা জানান, “সোমবার বিকেলে তিল্লাবেরী অঞ্চলের দারে- ডে গ্রামে কয়েক সশস্ত্র ব্যক্তি মোটরবাইকে করে এসে হামলা চালায়। এসময় লোকজন মাঠে কাজ করছিল।” তিনি জানান “মৃতের সংখ্যা অনেক বেশি। সেখানে চারজন নারী ও ১৩ জন শিশুসহ ৩৭ জন মারা যায়।”
স্থানীয় একজন সাংবাদিক নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন এবং এই হামলাকে ‘অত্যন্ত রক্তক্ষয়ী’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, তারা মাঠের মধ্যে মানুষকে কাজ করা অবস্থায় খুঁজে পেয়ে তাদের ওপর গুলি চালায়।
এএফপি গণনা অনুসারে এই এলাকায় কয়েক মাস ধরে চলা সহিংসতার এটি পঞ্চম হামলা। এসব হামলায় দেড় শতাধিক লোক এ পর্যন্ত প্রাণ হারিয়েছে।