শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় মৃত্যু বেড়ে ৩

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল বাঁশগাড়িতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে তিন এ দাঁড়িয়েছে । আজ বৃহস্পতিবার ভোরে রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে তিন ব্যক্তি গুলিতে নিহতর ঘটনা ঘটেছে। এ নিয়ে নরসিংদীতে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় দশজনের মৃত্যু হলো । নিহত মো. সালাউদ্দিন (৩০) বাঁশগাড়ি এলাকার হেকিম মিয়ার ছেলে । তিনি নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক বলে জানিয়েছে এলাকাবাসী । অপর দুইজন হলেন একই এলাকার জাহাঙ্গীর (২৬) এবং দুলাল মিয়া (৫০) । বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা সার্কেলের সহকারি পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঁশগাড়ি ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আশরাফুল হক সরকার। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির হোসেন । এটা নিয়ে কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল । বুধবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে । সারা রাত থেমে থেমে সংঘর্ষ চলে । ভোরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সালাউদ্দিন । নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হারুনুর রশীদ বলেন, নরসিংদী জেলা হাসপাতালে একটি ও নরসিংদী সদর হাসপাতাল মর্গে আরেকটি মরদেহ আছে

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, আজ ভোরে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন । তাদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ