শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ধর্ষিতাকে ন্যাড়া করে, কালি মাখিয়ে উল্লাসের ঘটনায় ৭ নারী গ্রেপ্তার

spot_img
spot_img
spot_img

পূর্ব দিল্লির কস্তুরবা নগরে প্রজাতন্ত্র দিবসের দিন গণধর্ষিতা তরুণীকে অপহরণ করে, তাঁর চুল কেটে, মুখে কালি মাখিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর ঘটনায় তোলপাড় চলছে ভারতজুড়ে। ঘটনার তদন্তে নেমে নয় জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাত জন নারী। পাশাপাশি দু’জন অপ্রাপ্তবয়স্ককেও আটক করেছে পুলিশ। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের টুইট করা ভিডিওয় এই ঘটনার কথা জানাজানি হয়। স্বাতী দিল্লি পুলিশকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছিলেন। তারপরই এই নয়জনকে গ্রেফতার করা হয়।

ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে ইতিপূর্বে বেআইনি মদ ও মাদকের কারবার সংক্রান্ত কোনও অভিযোগ ছিলো কি না, তা-ও দিল্লি পুলিশের কাছে জানতে চেয়েছে দিল্লি মহিলা কমিশন।এছাড়া, মোবাইল ভিডিও ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরও ১০ থেকে ১৫ জনকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, অধরা অভিযুক্তদের খোঁজে পাঁচটি দল তল্লাশি চালাচ্ছে। যে কোনও মুহূর্তে তারা গ্রেপ্তার হতে পারে।

প্রজাতন্ত্র দিবসের দিন পূর্ব দিল্লির কস্তুরবা নগরে ওই তরুণীকে অপহরণ করে গণধর্ষণ ও বেধড়ক মারধর করা হয়। তারপর তাঁকে জুতার মালা পরিয়ে রাস্তায় জোর-জবরদস্তি হাঁটানোর অভিযোগ রয়েছে কয়েক জন নারীর বিরুদ্ধে। শুধু হাঁটানোই নয়, ওই সময় তরুণীর আশেপাশে থাকা নারীরা উল্লাসে চিৎকার করছিলেন, এমন ছবিও দেখা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিও।

অভিযোগ, বছর কুড়ির ওই তরুণীর সংগে এক যুবকের পারস্পরিক গোলমালের মধ্যেই আত্মঘাতী হন ওই যুবক। এরপর মৃত যুবকের কাকা তরুণীকে বাড়ি থেকে অপহরণ করেন এবং তরুণীর সংগে গণধর্ষণের ঘটনা ঘটে। এদিকে প্রজাতন্ত্র দিবসের দিন আত্মঘাতী যুবকের মৃত্যুর জন্য ওই তরুণীকেই দায়ী করে তাঁর উপর চড়াও হন মৃত তরুণের প্রতিবেশী নারীরা। গণধর্ষিতা তরুণীর মাথা ন্যাড়া করে, গলায় জুতার মালা পরিয়ে, মুখে কালি লেপে রাস্তায় ঘোরানোর অভিযোগ ওঠে সেই নারীদের বিরুদ্ধে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ