শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ধর্ষণের হুমকি : বাসকর্মীকে গ্রেপ্তারে শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আলটিমেটাম

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বাসে অর্ধেক ভাড়া দেয়া নিয়ে বেগম বদরুন্নেসা কলেজের এক ছাত্রীকে ‘ধর্ষণের হুমকি’ দেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২১ নভেম্বর) সকাল থেকে তারা কলেজের সামনের সড়ক অবরোধ করে। পরে পুলিশসহ সংশ্লিষ্টরা আশ্বাসে অশ্লিল কথা বলা বাসকর্মীকে গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন তারা। পাশাপাশি বাসে হাফ পাস চালু করাসহ ৯ দফা দাবিও তুলেছেন বিক্ষোভকারীরা। দুপুর ১২টার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জানান, শনিবার রাজধানীতে চলাচলকারী ঠিকানা পরিবহনের একটি বাসে অর্ধেক ভাড়া নেওয়ার জন্য অনুরোধ করলে বাসের হেল্পার শিক্ষার্থীর সংগে খারাপ আচরণ করে। এই সময় এক শিক্ষার্থীকে নানাভাবে হয়রানিসহ ধর্ষণের হুমকিও দেয়। এর প্রতিবাদে এবং অর্ধেক ভাড়ার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা। এই সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের ৯ দফাদাবি গুলো হল- ১. শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।
২. শিক্ষার্থীদের সংগে হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে।
৩. কলেজের সামনে শিক্ষার্থীদের সুন্দরভাবে নামিয়ে দিতে হবে, চলতি অবস্থায় নামানো যাবে না।
৪. মহিলা সিট নিশ্চিত করা।
৫. সম্মানের সংগে গাড়িতে উঠা নিশ্চিত করা।
৬. মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা।
৭. ধর্ষণের হুমকিদাতার শাস্তি নিশ্চিত করা।
৮. প্রত্যেক বাস স্টপেজে সব বাস থামাতে হবে।
৯. শিক্ষার্থীদের সংগে উগ্র ব্যবহার করা যাবে না।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ